ডিজিটাল ডেস্ক, জেলার খবর: দেশে উদ্বেগ বাড়াচ্ছে করোনা (Covid 19) পরিস্থিতি । মোট আক্রান্তের সংখ্যা টপকে গেল ১৭ লক্ষের গন্ডি । গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৭৩৬ জন । ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১৭ লক্ষ ৫০ হাজার ৭২৪ -এ । এর মধ্যে সক্রিয় করোনা (Covid 19) রোগীর সংখ্যা ৫ লক্ষ ৬৭ হাজার ৭৩০। সুস্থ হয়ে উঠেছেন এখনো পর্যন্ত ১১ লক্ষ ৪৫ হাজার ৬৩০ জন ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৮৫৩ জনের মৃত্যু হয়েছে। ফলে এখনও পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৬৪। বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই দেশ জুড়ে কার্যকর হয়েছে ‘আনলক থ্রি’ । একাধিক ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সরকারের কাছে বড়সড় চ্যালেঞ্জ ।
বিশ্বের তাবড় তাবড় দেশ করোনার পরিষেধক আবিষ্কার নিয়ে জোরদার লড়াই চালাচ্ছে । ভারত, রাশিয়া সহ একাধিক দেশে শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল । তবে ভ্যাকসিন আবিষ্কারের পরেও সাবধানতা অবলম্বন করতে হবে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা । করোনা (Covid 19) ভাইরাসের প্রভাব আগামী কয়েক দশক পর্যন্ত থাকবে বলে আগেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যাক্সিন আবিষ্কারে অগ্রণী ভূমিকা নেওয়া বিজ্ঞানীদের মুখেও শোনা গেল সেই কথা । বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন যেভাবে শরীয়ত বদলাচ্ছে এই মরন ভাইরাস সেক্ষেত্রে একটা টিকা প্রয়োগের মাধ্যমে তা পুরোপুরি নির্মূল হয়ে যাবে তা বলা অনিশ্চিত। তাই প্রতিষেধক আবিষ্কার এবং করোনা পরিস্থিতি কেটে গেলেও সুস্থ থাকতে ভবিষ্যতে মানুষকে বেশ কিছু দিন মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সেই সঙ্গে মানতে হবে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সতর্কতা বিধিও।