30.2 C
Durgapur
Sunday, August 1, 2021

শিশুবাগান মোড় এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে ধস

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: রানীগঞ্জ শিশুবাগান মোড় এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে (NH 60) ধস। ঘটনার জেরে মঙ্গলবার সকালে আতঙ্ক ছড়ায় এলাকায়। এদিন সকালে জাতীয় সড়কের (NH 60) নিচে থাকা নালার উপরের অংশ হঠাৎই বসে যায় । রাস্তার একাংশে তৈরী হয় ফাটলের ।

ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ-প্রশাসন ঘটনাস্থলটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় । পাশাপাশি লাগোয়া এলাকায় যানজট পরিস্থিতি তৈরী হওয়ায় সামাল দিতে ট্রাফিক পুলিশ এলাকায় মোতায়েন করা হয় ।

ধসের জেরে জাতীয় সড়কের (NH 60) বিস্তীর্ণ অংশের রাস্তা বসে যাওয়ায় আতঙ্ক আরো বেড়ে যায় । ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে এসে হাজির হন আসানসোল কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ দিব্যেন্দু ভগৎ। তিনি জাতীয় সড়ক (NH 60) কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত রাস্তা মেরামতের আবেদন করেন।

এই মুহূর্তে

x