31.3 C
Durgapur
Monday, July 26, 2021

দুৰ্গা সেজে মহা বিপদে সাংসদ-অভিনেত্রী , পাচ্ছেন খুনের হুমকি !

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: দুৰ্গা সেজে মহা বিপদে পড়েছেন নুসরত (Nusrat Jahan) , পাচ্ছেন খুনের হুমকি ! তাই শুটিংয়ের সময় অতিরিক্ত নিরাপত্তার আর্জি জানিয়েছেন এই সাংসদ অভিনেত্রী।

প্রসঙ্গত, দুৰ্গা সেজে একটি ভিডিও শেয়ার করে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরত (Nusrat Jahan) । যা শেয়ার করার পর নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এখন আবার সেই প্রসঙ্গ টেনে তাকে নাকি খুনের হুমকি দেওয়া হচ্ছে।

নুসরতের (Nusrat Jahan) শেয়ার করা ভিডিওর কমেন্ট বক্সে একদল কট্টরপন্থী সাংসদ অভিনেত্রীর উদ্দেশ্যে লেখে ,তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আল্লাকে ভয় করো। নিজের শরীর ঢেকে রাখতে পারো না? । এছাড়াও মুসলিম হয়ে কিভাবে দুৰ্গা সাজলেন নুসরত ? প্রশ্ন তুলেছে তারা।

নুসরত (Nusrat Jahan) অবশ্য এ সব উড়িয়ে দিচ্ছেন। তাঁর কাছে সব ধর্ম সমান, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

আপাতত লন্ডনে ‘স্বস্তিক সংকেত’ ছবির শ্যুটিং করছেন তিনি । শ্যুটিং-এ
নিরাপত্তা চেয়ে বিদেশমন্ত্রকের কাছে সাহায্য চেয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত।

এই মুহূর্তে

x