28.5 C
Durgapur
Thursday, June 24, 2021

ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের (TMC)প্রার্থী রনু মেটের সমর্থনে রোড শো করল অভিনেত্রী নুসরাত জাহান(Nusrat Jahan)

ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের(TMC) প্রার্থী রনু মেটের সমর্থনে রোড শো করল অভিনেত্রী নুসরাত জাহান(Nusrat Jahan)

নরেশ ভকত, বাঁকুড়াঃ বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের(TMC) প্রার্থী রনু মেটের সমর্থনে প্রচারে ঝড় তুলল টলিউড অভিনেত্রী ও বসিরহাটের সাংসদ নুসরাত জাহান (Nusrat Jahan) । হুড খোলা গাড়িতে করে প্রার্থীকে এবং দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে রোড শো করলেন তিনি । এদিনের রোড শো ইন্দাস হাই স্কুল ময়দান থেকে ইন্দাস সিনেমা তলা পর্যন্ত হয় প্রায় দেড় কিলোমিটার অনুষ্ঠিত হয় । রোড শো কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।

tmc Actress Nusrat Jahan

এই মুহূর্তে

x