30.7 C
Durgapur
Sunday, June 13, 2021

শিক্ষক শিক্ষিকাদের (teachers) অনুপ্রেরণায় দুঃস্থ মানুষদের জন্য পুষ্টিকর খাদ্য বিলি

শিক্ষক শিক্ষিকাদের (teachers) অনুপ্রেরণায় দুঃস্থ মানুষদের জন্য পুষ্টিকর খাদ্য বিলি

জলপাইগুড়ি: জলপাইগুড়ি সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের (teachers) অনুপ্রেরণায় ” পাশে আছি’ প্রকপ্লের উদ্যোগে শহরের দুঃস্থ মানুষদের জন্য পুষ্টিকর খাদ্য বিলি শুরু হল । বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে বলেন এখন রাজ্যে করোনা পরিস্থিতি রুখতে চলছে বিধিনিষেধ । এরই মধ্যে অনেকেই কষ্টের মধ্যে দিনযাপন করছেন। তাদের কথা চিন্তা করে বুধবার জলপাইগুড়ি শহরে এই শুকনো খাবার বিলি করা হয়। পুষ্টিকর খাদ্য হিসেবে দেওয়া হয় ফল, দুধ , হরলিক্স, ম্যাগি বিস্কুট , খেজুর , সাবান, ও মাক্স। এদিনের এই কর্মসূচিতে সদর প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দরা উপস্থিত ছিলেন।

Delivering nutritious food to needy people inspired by teachers

এই মুহূর্তে

x