29 C
Durgapur
Friday, May 7, 2021

পুজোর উপহার নিয়ে হাজির অন্ডাল থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিক

সোমনাথ মুখার্জী,জেলার খবর, অন্ডাল : মঙ্গলবার অন্ডাল থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু অধিকারী হাজীর হলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘অন্ডাল পরিবারে‘। সেখানে পুজোর মুখে নতুন জামাকাপড় (Durgapuja gift) নিয়ে শিশুদের মধ্যে বিলি করলেন । এ বিষয়ে আধিকারিক শান্তনু অধিকারী জানান,”পুজোর মুখে এইরকম একটা জায়গায় এসে খুব ভালো লাগছে”। এখানকার আবাসিক বাচ্চাদের জামাকাপড় (Durgapuja gift) দেওয়ার সাথে সাথে এই রকম একটা সময়ে বাচ্চাদের সাথে বেশ কিছুক্ষণ তিনি অবসর সময় কাটান।

স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত সদস্যদের ধন্যবাদ দিয়ে তাদের এইরকম একটা মহৎ কাজে পাশে থাকার আশ্বাস দেন সান্ত্বনা অধিকারী। এদিকে পুজোর আগে পুলিশ কাকুদের কাছে থেকে নতুন জামাকাপড় পেয়ে খুশীতে গদগদ এক আবাসিক বাচ্চা বলে,”পুলিশ কাকুরা পুজোর সময় তাদের নতুন জামা,প্যান্ট দিয়েছে”। তারা বারবার এখানে আসুক এই কামনা বাচ্চাদের মনে।

অন্যদিকে সংস্থার প্রধান উদ্যোক্তা সঞ্জয় সিনহা অন্ডাল থানার নবনিযুক্ত ওসি শান্তনু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানিয়ে তার এই রকম একটা উদ্যোগকে সাধুবাদ জানান।

এই মুহূর্তে

x