মনোজিৎ গোস্বামী, কাঁকসা : অযোধ্যায় রামমন্দিরে (Ram Mandir) ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে রাজ্যের জেলায় জেলায় পালিত হলো উৎসব। মন্দিরে পুজো যাগযজ্ঞের আয়োজনও হয় অনেক এলাকায়।পশ্চিম বর্ধমানের পানাগড় বাজারে লক্ষীনারায়ণ মন্দিরে এদিন সকাল থেকেই পুজোর আয়োজন করা হয়।একই সাথে চলে যজ্ঞও।
বিজেপি নেতা রমন শর্মা জানান,দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে রামমন্দির (Ram Mandir) তৈরি হচ্ছে তাই সারা দেশ আনন্দে মেতে উঠেছে,পানাগড়ের বাসিন্দারাও অত্যন্ত খুশি। রামমন্দিরের (Ram Mandir) ভিত্তিপ্রস্তর স্থাপনে কোনো বাধা যাতে না হয় তাই এই যজ্ঞের আয়োজন।
অন্যদিকে এলাকার তৃণমূল নেতা দেবদাস বক্সি জানান,যখন রাজ্য জুড়ে লকডাউন পরিস্থিতি চলছে তখন সামাজিক দূরত্ব না মেনে পুজোতে মেতে উঠেছে কিছু মানুষ।যারা রাজনৈতিক দল করেন তাদের করোনা পরিস্থিতি মাথায় রাখা উচিত ছিল।