33 C
Durgapur
Saturday, April 17, 2021

ভুল ওষুধের শিকার কল্যানেশ্বরীর এক ব্যাক্তি,ভাঙচুর দোকানে

উদয় সিং, জেলার খবর, আসানসোল :পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার কল্যানেশ্বরীর অঞ্চলে ৫২ বছর বয়সী শঙ্কর নুনিয়া ভুল ওষুধের (Wrong Medicine) শিকার হলেন।পরিবারের সদস্যদের অভিযোগ বৃহস্পতিবার সকালে পেট ব্যাথার জন্য কল্যানেশ্বরী অঞ্চলের প্রদীপ মেডিকেল স্টোর থেকে বমিফোর্ড ওষুধ (Wrong Medicine) খাওয়ার কিছুক্ষনের মধ্যেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। এর পর তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষনা করে।

এই ঘটনার জেরে পরিবারের সদস্যরা রাগে ফেটে পড়েন। ভাঙ্গচুর করা হয় ওই ঔষধের দোকান ও দোকানের মালিকের বাড়িতে। এরপর স্থানীয় কল্যানেশ্বরী ফাঁড়ি ও চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ আনেন। এরপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনার জেরে পুলিশ ওই ঔষধের দোকানের মালিক প্রদীপ পন্ডিত ও উমাশঙ্কর পন্ডিতকে গ্রেফতার করেছে।স্থানীয় তৃণমূল নেতা বুড়া খান জানান, ‘সকালে আমি ফোনে খবর পাই যে শঙ্কর নুনীয়ার মৃত্যু হয়েছে।’তিনি মৃতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ।

এই মুহূর্তে

x