22.8 C
Durgapur
Tuesday, January 19, 2021

বুদবুদে বাজ পড়ে মৃত ১

মনোজিৎ গোস্বামী , কাঁকসা: বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির । বুদবুদের (Budbud) সোয়াই গ্রামের ঘটনা । মৃত ব্যক্তির নাম কোকিলা বাগদি , বয়স ৪৫ বছর । পরিবার সূত্রে জানা গেছে , সোমবার সকালে মাঠে গরু চড়াতে গিয়েছিলেন ওই ব্যক্তি। দুপুর নাগাদ প্রচন্ড ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় মাঠের মধ্যে ছাতা নিয়ে বসেছিলেন তিনি । সেই সময় আচমকা বাজ পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ।

প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে এলাকায় খবর দিলে স্থানীয়রা গিয়ে ওই ব্যক্তিকে গিয়ে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় । সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink