27.5 C
Durgapur
Monday, August 2, 2021

বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে ধূপগুড়িতে খুন(killed) হল এক ব্যক্তি

বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে ধূপগুড়িতে খুন (killed)হল এক ব্যক্তি

জলপাইগুড়ি:: বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে ধূপগুড়িতে খুন(killed) হল এক ব্যক্তি। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতাগ্রাম-১ নং গ্রাম পঞ্চায়েতের হরিনখাওয়া সংলগ্ন বামনটারি এলাকায়। এদিন পাঠ খেতে মৃতদেহটি স্থানীয়রা দেখতে পান। এর পর তার বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। জানা গেছে, ঐ ব্যক্তির নাম শিশ কুমার রায়। তার বাড়ি হরিন খাওয়া এলাকায়। মৃতার স্ত্রী সবা রায়ের দাবি, স্থানীয় এক মহিলার সাথে বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে এই ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ির পুলিশ হাজির হয় এবং মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

এই মুহূর্তে

x