29 C
Durgapur
Monday, August 2, 2021

চা বাগানের শ্রমিকদের অক্সিজেন (oxygen)পরিষেবা দিতে এগিয়ে এলো জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতি

চা বাগানের শ্রমিকদের অক্সিজেন(oxygen) পরিষেবা দিতে এগিয়ে এলো জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতি

জলপাইগুড়ি::কোভিড পরিস্থিতিতে চা বাগানের শ্রমিকদের অক্সিজেন(oxygen) পরিষেবা দিতে এগিয়ে এলো জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতি। মোট চারটি আধুনিক অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হচ্ছে জেলার চারটি ব্লকে।
হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড সংগঠনের সাহায্যে এই কর্মসূচি বলে দাবি ক্ষুদ্র চা চাষীদের। জেলার মঙ্গলবাড়ি হেলথ সেন্টার, মালবাজারের এসডিও, ময়নাগুড়ি বিডিও ও সদর ব্লকের জন্য একটি করে মোট চারটি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়া হয়েছে। সম্পুর্ন বিনা পয়সার এই পরিষেবা দেওয়া হবে। সদর ব্লকের অক্সিজেন কনসেনট্রেটর পরিষেবার জন্য ফোন নম্বর ৯৭৩৪৫৩৮৮৮৮ ও ৯৯৩২৩৫৫৩১৭। একটানা ৯০ ঘণ্টা যেকোন রোগীকে এই অক্সিজেন দেওয়া যাবে। অন্যদিকে ক্ষুদ্র চা চাষীদের উদ্যোগে জেলার চা শ্রমিক বন্ধ বাগানের শ্রমিক ও গরিব পরিবারদের ১২০০ টাকার রেশন কিট তুলে দেওয়া হচ্ছে। এই রেশন কিটে থাকছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

এই মুহূর্তে

x