নরেশ ভকত, বাঁকুড়াঃ হাতির (Elephants) হানায় তটস্থ বাঁকুড়াবাসী । বাঁকুড়ার গোদারডিহি সংগ্রামপুর সহ একাধিক গ্রামে বৃহস্পতিবার রাতে হামলা চালায় হাতির দল। হাতির হানায় নষ্ট হয়ে গিয়েছে ধানের ক্ষেত। মাথায় হাত কৃষকদের।
এই সময় পুরুষ্ট হয়ে আসছে ধান, আর সেই ধান খেয়ে নষ্ট করল হাতির (Elephants)দল। হাতির পায়ের চাপে তছনছ হয়ে গিয়েছে ধানের ক্ষেত। ক্ষোভে ফেটে পড়ছে কৃষকরা।
বনদপ্তর সূত্রে জানা গেছে, এই মুহূর্তে বড়জোড়া রেঞ্জের পাবয়া মৌজায় ৪ টি হাতি, উত্তর সরাগাড়া ১৮টি, বেলিয়াতোড় রেঞ্জের স্বর্গবাতিতে ১টি হাতি রয়েছে।
এই সমস্ত এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বনদপ্তর । যদিও এই ঘটনায় কৃষকদের ক্ষোভ কমে নি। সঠিক ক্ষতিপূরণ না পেলে তারা আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ।