ডিজিটাল ডেস্ক , জেলার খবর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু (Electrocuted) হল এক ব্যক্তির। আসানসোলের কুলটি থানার অন্তর্গত লালবাজার গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও প্রাতঃভ্রমণে বের হন কাজল মাজি (৩৮)।
বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাড়ির লোকজন তার খোঁজে বের হন। তখনি তারা দেখেন বিদ্যুতের তারের উপর পরে রয়েছে কাজলবাবু। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় (Electrocuted) বলে জানা গেছে।
এলাকার বাসিন্দারা জানান, যে তার থেকে তড়িতাহত হয়েছেন কাজল মাজি , সেটি স্থানীয় সুবল পাত্রের বাড়ির কানেকশন। ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ।