নরেশ ভকত, বাঁকুড়া: মদের ঠেকে হানা দিয়ে প্রচুর পরিমাণ মদ এবং মদ তৈরির উপকরণ ,আসবাবপত্র নষ্ট করলো কোতুলপুর থানার পুলিশ। বেশ কযেকদিন ধরেই কোতুলপুর থানাতে অভিযোগ আসছিল বেআইনি (Illegal) মদ তৈরির কারবার নিয়ে। তার উপর মদ্যপদের গন্ডগোলের অভিযোগও ছিল।
সেই অভিযোগ পাওয়ার পরে এদিন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মানস চ্যাটার্জির উদ্যোগে মদের ঠেকে হানা দেয় পুলিশ। নষ্ট করা হয় বিপুল পরিমাণ মদ এবং মদ তৈরির উপকরণ।
মানস চ্যাটার্জিের উদ্যোগে কোতুলপুর থানার বিশাল পুলিশ বাহিনী এদিন বেআইনি (Illegal) ওই মদের ভাটিতে হানা দিয়ে নিয়ে প্রচুর পরিমানে মদ ও মদ তৈরির সরঞ্জাম নষ্ট করে ।
এর আগে পানুয়া গ্রামেও একইভাবে হানা দিয়েছিল কোতুলপুর থানার পুলিশ। সেখানেও প্রচুর মদ এবং মদ তৈরির উপকরণ নষ্ট করে দেওয়া হয়েছিল । কিন্তু , তা সত্ত্বেও বন্ধ হয় নি এলাকায় অবৈধ (Illegal) এই কারবার। পুলিশের এই কার্যকলাপে ভূয়সী প্রশংসা করেছেন সাধারণ মানুষ।