ডিজিটাল ডেস্ক, জেলার খবর: কালীপুজো ,দীপাবলি , ছটপুজোতে কোনো রকমের শব্দবাজি বিক্রি এবং ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশিকাকে মান্যতা দিয়ে শনিবার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের (Police) তরফে মাইকিং করা হয় এলাকায়।
শনিবার সন্ধায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের (Police) তরফে নিয়ামতপুর সীতারামপুর , চিনাকুড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে এই প্রচার করা হয়।
জনসাধারণকে সচেতন করার পাশাপাশি পুলিশের (Police) দ্বারা মাইকিং করে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে , যদি কোনো দোকানদার শব্দবাজি বিক্রি করেন বা কোনো ব্যক্তি শব্দবাজি ফাটান তবে পুলিশ তাদের উপর আইনত ব্যবস্থা নেবে।
বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আসন্ন কালীপুজা , দীপাবলী ও ছট পুজোয় সমস্ত এলাকাবাসীকে যেন কলকাতা হাই কোর্টের রায় এবং সরকারের বিধি নিষেধ মেনে চলেন সেই অনুরোধও জানানো হয় পুলিশের তরফে।