31.3 C
Durgapur
Monday, July 26, 2021

কাঁকসায় পালিত ‘পুলিশ দিবস’

মনোজিৎ গোস্বামী , কাঁকসা: আজ রাজ্য জুড়ে পালিত হল পুলিশ দিবস (Police Day) । আসলে , প্রতি বছর ১লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করা হলেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়ানে সেই অনুষ্ঠান বাতিল করা হয়। পরিবর্তে ৮ই সেপ্টেম্বর রাজ্য জুড়ে পুলিশ দিবস (Police Day) পালন করার কথা ঘোষণা করা হয়।

সেই মতো কাঁকসা থানার পক্ষ থেকে মঙ্গলবার পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পুলিশ দিবস (Police Day) পালন করা হল । উপস্থিত ছিলেন কাঁকসা থানার ভারপ্রাপ্ত আইসি অর্ণব গুহ , কাঁকসা ব্লকের বিডিও সুদীপ্ত ভট্টাচার্য, কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি সুদীপ রায়,পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ও স্বাস্থ্যকর্মী ,পানাগড় ফায়ার সার্ভিসের আধিকারিক সহ অন্যান্যরা।

করোনা পরিস্থিতিতে যারা নিত্যদিন কাজ করে চলেছেন সেই সমস্ত করোনা যোদ্ধাদের সম্বর্ধনা জানানো হয় এদিন । পাশাপাশি যারা করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাদেরকেও সম্বর্ধনা জানানো হয় । পুলিশ দিবসে (Police Day) পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বরে বৃক্ষরোপন করে সকলকে পরিবেশের ভারসাম্য বজায় রাখার আবেদন জানান পুলিশ কর্মীরা।

এই মুহূর্তে

x