নিজস্ব সংবাদদাতা,কাঁকসা: হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে আতশবাজি (Fireworks) বিক্রি, এমনই অভিযোগ পেয়ে পানাগড় বাজার থেকে লক্ষাধিক টাকার আতশ বাজি আটক করল কাঁকসা থানার পুলিশ ।
কাঁকসা থানা সূত্রে খবর , পানাগড় বাজারের এক ব্যবসায়ী গোডাউনে লক্ষাধিক টাকার আতশবাজি (Fireworks) মজুত করে রেখেছিলেন। গোপন সূত্রে পুলিশ সেই খবর পায় । এরপরই সদলবলে হানা দিয়ে পুলিশ লক্ষাধিক টাকার আতশবাজি বাজেয়াপ্ত করে , আটক করা হয় ব্যবসায়ীকেও ।
বর্তমান কোভিড পরিস্থিতির কারণে কালীপুজো , দীপাবলি , ছট পুজোয় রাজ্যে আতশবাজি (Fireworks) বিক্রি ও পোড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু তা সত্ত্বেও এক শ্রেণীর ব্যবসায়ী পুলিশ প্রশাসনের নজরদারির আড়ালে এই কারবার চালিয়ে যাচ্ছেন।
যদিও, কালীপুজোর প্রাক্কালে এলাকায় এলাকায় পৌঁছে দোকান বাজারে হানা দিয়ে নজরদারি শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। কোথাও আতশবাজি মজুত আছে কিনা তার সন্ধানও চালানো হচ্ছে বলে জানা গেছে।