নরেশ ভকত, বাঁকুড়াঃ লকডাউনের দিনে ভিন রাজ্যে আলু নিয়ে যেতে গিয়ে পুলিশের (Police) হাতে আটক । সোমবার সাপ্তাহিক লকডাউন সফল করতে সকাল থেকেই জেলায় জেলায় কড়া নজরদারি শুরু হয়েছে পুলিশ প্রশাসনের । সীমান্ত এলাকাগুলোতেও দেওয়া হয়েছে বিশেষ নজর ।
এদিন তেমনি এক অভিযানে আলু বোঝাই ট্রাক আটক করল কোতুলপুর থানার পুলিশ (Police) । সাতসকালে কোতুলপুর এর আকরগেরিয়া চেকপোষ্টে আলু ভর্তি গাড়িটিকে আটক করা হয় । জানা গেছে, জয়পুর থেকে একটি আলু ভর্তি গাড়ি গুয়াহাটি যাচ্ছিল এবং অপর একটি গাড়ি ময়নাপুর থেকে আসাম যাচ্ছিল। ট্রাকভর্তি আলু নিয়ে যাওয়ার পথে কোতুলপুর এর অক্ষর গেড়িয়া চেকপোস্টের কাছে গাড়ি দুটিকে আটকায় কোতুলপুর থানার পুলিশ (Police)।