28.5 C
Durgapur
Thursday, June 24, 2021

অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে অভিযানে আবগারি দপ্তর

অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে অভিযানে আবগারি দপ্তর,মেজিয়ার বিস্তীর্ণ এলাকায় অভিযান

নরেশ ভকত, বাঁকুড়াঃ মেজিয়া ব্লক এর  বানজারা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ দামোদর নদ সংলগ্ন সরকারি জমিতে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ পোস্ত চাষ। সেই পোস্ত চাষ রোদে এবার হানা দিল বাঁকুড়া জেলা আবগারি দপ্তর। জেলা আবগারি দপ্তর এবং জেলা পুলিশের যৌথ উদ্যোগে ট্রাক্টর চালিয়ে কয়েক বিঘা জমির পোস্ত গাছ নষ্ট করল তারা। প্রসঙ্গত উল্লেখ্য এই সকল এলাকায় অবৈধভাবে প্রতিবছরই এই অবৈধ চাষের রমরমা লক্ষ্য করা যায়। চলতি বছরেও সেই রমরমা রোধে অভিযান চালালো আবগারি দপ্তর। প্রশাসনের এই ভূমিকায় খুশি স্থানীয় মানুষরা।

poppy seed

এই মুহূর্তে

x