13 C
Durgapur
Tuesday, January 19, 2021

ভারত-চীন সম্পর্কের উত্তেজনার মাঝেই সেনার মনোবল বাড়াতে লাদাখে প্রধানমন্ত্রী

ডিজিটাল ডেস্ক , জেলার খবর: ভারত-চীন সম্পর্কের উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে , তারই মাঝে সেনার মনোবল বাড়াতে লাদাখ সফরে গেলেন প্রধানমন্ত্রী (Prime Minister)। শুক্রবার সিডিএস বিপিন রাওয়াত ও আধিকারিকদের নিয়ে বিশেষ বিমানে চড়ে লেহ-তে পৌঁছন নরেন্দ্র মোদী। নিমু চেকপোস্টে গিয়ে হাজির হন।
মনে করা হয় ১১ হাজার ফিট উচ্চতায় অবস্থিত নিমু , বিশ্বের সব থেকে কঠিন যুদ্ধক্ষেত্র। এদিন সেখানেই সেনা ছাউনিতে আলোচনায বসেন প্রধানমন্ত্রী (Prime Minister)। যদিও তার আগেই লেহতে স্থল, জল ও বায়ুসেনার জওয়ানদের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা সারেন তিনি ।
গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর এই প্রথমবার লাদাখে পৌঁছেছেন নরেন্দ্র মোদী । সেনার তরফে জানানো হয়েছে এদিন গালওয়ান সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গে বেস হাসপাতালে দেখা করবেন প্রধানমন্ত্রী (Prime Minister)। তারপর ১৪ কর্পসের জওয়ানদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি ।
বৃহস্পতিবার লাদাখ পৌঁছনোর কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। কিন্তু শেষমেশ তাঁর সফর বাতিল হয়। এদিন কাকভোরে আচমকাই সীমান্ত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে লাদাখে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

এই মুহূর্তে

x