31.3 C
Durgapur
Monday, July 26, 2021

ফের বিসিসিএল-এর দামাগোড়িয়া কোলিয়ারিতে উৎপাদন শুরু হল

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: উৎপাদন (Production) শুরু হল বিসিসিএল এর দামাগোড়িয়া কোলিয়ারিতে ৷ গত ২৩ শে সেপ্টেম্বর থেকে জমিহারাদের আন্দোলনের জেরে উৎপাদন (Production) বন্ধ হয়ে যায় এই খোলামুখ খনিতে ৷ এরপর জমিদাতাদের সাথে বারবার আলোচনায় বসে কোলিয়ারি কর্তৃপক্ষ ৷ শেষে রবিবার রাতের বৈঠকে সমস্যার সমাধান মেলে ৷

এই বিষয়ে কোলিয়ারির ডেপুটি ম্যানেজার পার্সোন্যাল সুমন্ত রায় জানান, খোলামুখ খনি সম্প্রসারণের জন্যে স্থানীয় প্রায় ৩০ জন জমি হারিয়ে ল্যাণ্ড লুজার কমিটি গড়ে তোলেন ৷ পাশাপাশি শর্ত অনুসারে তারা চাকরির দাবি করেন ৷ রবিবাররের বৈঠকে সিদ্ধান্ত হয় যেসব জমিদাতার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি আছে তাদের সমস্ত নথি এক সপ্তাহের মধ্যেই বিসিসিএল এর সদর দফতরে পাঠানো হবে ৷

বাকি সদস্যদের কাগজপত্রের গরমিল সংশোধন করে এক মাসের মধ্যে সদর দফতরে পাঠানো হবে ৷ তবে করোনা সংক্রমণ পরিস্থিতির জন্য দিন ও সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে ৷ জমিদাতাদের সাথে সহমতের পরেই রবিবার রাত থেকে খনিতে উৎপাদন (Production) স্বাভাবিক হয়

জমিদাতাদের পক্ষ থেকে অরবিন্দ চট্টরাজ জানান, কোলিয়ারি কর্তৃপক্ষের কথা অনুসারে আগামী ১০ দিনের মধ্যে তাদের চাকরির দাবি সংক্রান্ত কাজের অগ্রগতি যদি না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ৷

এই মুহূর্তে

x