29 C
Durgapur
Monday, August 2, 2021

সকলের জন্য ভ‍্যাকসিন , ভুয়ো ভ‍্যাকসিনকারিদের শাস্তির দাবিতে প্রতিবাদ (protest)

সকলের জন্য ভ‍্যাকসিন , ভুয়ো ভ‍্যাকসিনকারিদের শাস্তির দাবিতে প্রতিবাদ(protest)

জলপাইগুড়ি:: সকলের জন্য ভ‍্যাকসিন (Vaccine) , ভুয়ো ভ‍্যাকসিনকারিদের শাস্তির দাবিতে এবং ছাত্র যুব নেতাদের উপর পুলিশের আক্রমণের প্রতিবাদ(protest) জানিয়ে আন্দোলনে নামলো এস এফ আই, ডিওয়াই এফ আই এবং এ আই ডি ডাব্লু এ। এদিন শহরে মিছিল করে কোতোয়ালি থানার গেটের সামনে বিক্ষোভে সামিল হয় নেতা কর্মীরা। পাশাপাশি কোতোয়ালি থানায় একটি ডেপুটেশন প্রদান করা হয়। ডি ওয়াই এফ আই এর জেলা সা সম্পাদক প্রদীপ দে বলেন সাধারণ মানুষের সঙ্গে ভ‍্যাকসিন ও করোনা পরীক্ষা নিয়ে চলছে ছেলে খেলা। তিনি আরও বলেন রাজ‍্যের সব জেলার সাথে জলপাইগুড়িতে থানার সামনে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে । অন্যদিকে ছাত্র যুব নেতাদের উপর পুলিশের আক্রমণের প্রতিবাদ জানানো হয় এদিন। এদিনের আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই জেলা সম্পাদক প্রদীপ দে, দীপশুভ্র স্যানাল, সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সম্পা মজুমদার, ডি ওয়াই এফ আই লোকাল কমিটি সম্পাদক সাম্য সরকার সহ অন্যান্যরা।

এই মুহূর্তে

x