27.4 C
Durgapur
Monday, June 21, 2021

টোল ট্যাক্স আদায় বন্ধের দাবিতে মেজিয়া টোলপ্লাজায় বিক্ষোভ

নরেশ ভকত, বাঁকুড়াঃ বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের ডাংমেজিয়া টোলপ্লাজায় টোল ট্যাক্স আদায় বন্ধের দাবিতে বিক্ষোভে সামিল হল স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে আচমকাই টোল গেটে স্থানীয় বেশ কিছু যুবক বিক্ষোভ শুরু করে ।

বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় টোল ট্যাক্স আদায়ের কাজ। টোল ট্যাক্স আদায়ে কর্মরত কর্মীরা স্থানীয়দের বিক্ষোভের জেরে এলাকা ছেড়ে চম্পট দেয় । খবর পেয়ে মেজিয়া (Mejia) থানার পুলিশ কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ।

প্রসঙ্গত, মাস কয়েক আগে এই টোলপ্লাজার গেটে বেশ কিছু দাবি সমূহকে সামনে রেখে টোল ট্যাক্স আদায় বন্ধের দাবিতে  বিক্ষোভে সামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তখনও ঠিক একই রকমভাবে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে পড়েছিল টোল আদায়ের কাজ। পুনরায় সেই ঘটনা ঘটল বৃহস্পতিবার। সকালে টোল ট্যাক্স আদায়ের কাজ শুরু হলেও রাতের দিকে স্থানীয়দের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় টোল আদায়।

বিক্ষোভের আঁচ আগে থেকে বুঝতে পেরে মেজিয়া (Mejia) থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে মোতায়েন ছিল। পুলিশের অগ্রিম উপস্থিতির জেরে বড়সড় দুর্ঘটনা ঘটে নি।

এই মুহূর্তে

x