34.1 C
Durgapur
Wednesday, May 19, 2021

জুয়া খেলার প্রতিবাদ করায় আক্রান্ত ১ ,শাস্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ

নিজস্ব সংবাদদাতা, কাঁকসা: জুয়া (Gambling) খেলার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন প্রতিবাদী ব্যক্তি। ঘটনাটি পানাগড়ের কাঁকসার বিদবিহার অঞ্চলের কৃষ্ণপুর এলাকার। আক্রান্ত ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন স্থানীয়রা।

আক্রান্তের অভিযোগ , এলাকার স্কুলের ভিতর নিত্যদিন জুয়ো (Gambling) খেলার আসর বসে।তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন তিনি। প্রতিবাদ করায় তার উপর চড়াও হয় কয়েকজন। দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, এলাকার স্কুল থেকে হাসপাতাল সমস্ত জায়গায় দুষ্কৃতীরা জুয়ার (Gambling)আসর বসায়। প্রতিবাদ করতে গেলেই চলে মারধর। এদিনের ঘটনায় উত্তেজিত স্থানীয়রা প্রতিবাদ জানায় স্থানীয় প্রশাসনের।

এই মুহূর্তে

x