29 C
Durgapur
Monday, August 2, 2021

করলাভ্যালি চা বাগান (Tea Garden) বুধবার সকাল বিক্ষোভে উত্তাল

করলাভ্যালি চা বাগান(Tea Garden) বুধবার সকাল বিক্ষোভে উত্তাল

জলপাইগুড়ি করলাভ্যালি চা বাগান (Tea Garden) বুধবার সকাল সকাল বিক্ষোভে উত্তাল-একাধিক দাবিতে ম্যানেজারকে ঘেরাও শ্রমিকদের।
প্রসঙ্গত, এদিন সকালে করলাভ্যালি চা বাগানের ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকপক্ষ। যোগ দেন মহিলা শ্রমিকরাও৷ একাধিক দাবিদাওয়া নিয়ে এদিন মালিকপক্ষের প্রতি সোচ্চার হন তারা।
তাদের দাবি, সঠিক সময় মত বেতন দেওয়া হয়না। সামান্য এদিক ওদিক হলেই বেতন কেটে নেওয়া হয়। দীর্ঘদিনের ম্যানেজার পক্ষের জুলুম বাজির জন্যই আজ আমরা এই আন্দোলনে সরব হয়েছি।তাদের পি এফ এর সুবিধ আথেকেও বঞ্চিত করা হয়েছে বলে তাদের দাবি।

এদিন সমস্ত চা শ্রমিকরা, ঘেরাও করেন বাগানের সিনিয়র ম্যানেজার রিমু খোপড়িয়াকে। যদিও, তার বক্তব্য, সবকিছু আইনি ভাবেই করা হচ্ছে। কোনো অনিয়ম নেই। বিক্ষোভের বিষয়টি দেখা হচ্ছে।

এই মুহূর্তে

x