28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

AIKSCC র ডাকে বৃহস্পতিবার রানীনগর এলাকায় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচী

AIKSCC র ডাকে বৃহস্পতিবার রানীনগর এলাকায় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচী

জলপাইগুড়ি:: ডিজেলের দাম বৃদ্ধির ফলে কৃষিতে খরচ অনেক বেড়ে যাবে সাথে পেট্রোল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের বেঁচে থাকা দায়। এর প্রতিবাদে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি (AIKSCC) র ডাকে বৃহস্পতিবার রানীনগর এলাকায় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয় । ডিজেল, রান্নার গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, দাবিতে এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন রানীনগর এলাকায় পেট্রোল পাম্পে বিক্ষোভ কর্মসূচী এবং এলাকায় মিছিল অনুষ্ঠিত হয় সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির । মূল্যবৃদ্ধির বিরুদ্ধে হাতে পোস্টার নিয়ে করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। নিত্যপ্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে চলে স্লোগান। এদিনের কর্মসূচীতে নেতৃত্ব দেন তপন গাঙ্গুলি, গোবিন্দ রায়, শুভাশিস সরকার সহ অন্যান্যরা। উত্তরবঙ্গের বেশিরভাগ শহরেই ১০০ পার করেছে লিটার প্রতি পেট্রোলের দাম, সরষের তেল লিটার প্রতি ২০০ টাকা, গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে ৯০০ টাকা দিয়ে। এদিকে করোনা পরিস্থিতিতে মানুষের আয় নিম্নমুখী। ফলে মানুষের স্বার্থেই জিনিসের দাম কমানোর দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছে বামপন্থী দলগুলির । নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে সরকার ব্যবস্থা গ্রহন না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারীও দেওয়া হয় এদিন।

এই মুহূর্তে

x