ডিজিটাল ডেস্ক, জেলার খবর: সকাল থেকেই আকাশের মুখ ভার। ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে বৃষ্টির (Rain) পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত বৃষ্টিতে (Rain) ভিজবে রাজ্যের একাধিক জেলা।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি-উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও উত্তর দিনাজপুরে। তবে কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) কথা জানিয়েছে হাওয়া অফিস।
আপাতত দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা । পুরুলিয়া, খড়গপুরের হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে মৌসুমী অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে অসমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই কারণেই বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। সেই কারনে আজ দিনভর আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে ।