উদয় সিং, আসানসোল: করোনা (Corona) পরীক্ষার জন্য লালারস সংগ্রহের কাজ শুরু করল রানীগঞ্জ ব্লক প্রশাসন। শুক্রবার থেকেই শুরু হয়েছে এই কর্মসূচি । প্রথম দিন অর্থাৎ শুক্রবার রানীগঞ্জের রতিবাটি পঞ্চায়েতে এই লালা রস সংগ্রহের কর্মসূচিতে প্রাথমিক পর্যায়ে ৪৮ জনের লালারস সংগ্রহ করে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিশেষ চিকিৎসক দল। পরে সোমবার রানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতে ৪০ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয় । মঙ্গলবার রাণীগঞ্জ বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর প্রতিবন্ধীকেন্দ্রে লালারস সংগ্রহের জন্য শিবিরের আয়োজন করা হয় । যেখানে ৭০ জনের নাম নথিভুক্ত হলেও ৪৫ জন সদস্য তাদের লালারস পরীক্ষা করান ।
পঞ্চায়েত প্রধান মমতা প্রসাদ জানিয়েছেন , অনেকেই ভয় ও আতঙ্কের কারনে করোনা পরীক্ষার জন্য হাজির হচ্ছেন না শিবিরে । গত তিনদিন ধরে এই শিবিরের কথা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হয়েছে কিন্তু তারপরও উপস্থিতির হার কম। ফলে অনেকেরই নমুনা সংগ্রহ করা যায়নি। আগামী দিনে রানীগঞ্জের পঞ্চায়েত এলাকায় ৮৩ টি মৌজায় পৃথক পৃথকভাবে শিবির করে লালারস সংগ্রহের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান।
শুক্রবার প্রাথমিক পর্যায়ে লালারস সংগ্রহের কর্মসূচিতে রতিবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ৪৮ জনের লালারস পরীক্ষা করা হয় তাদের মধ্যে ৬ জনের শরীরে করোনার (Corona) সংক্রমণ ধরা পড়েছে । মঙ্গলবার এই রিপোর্ট আসার পরপরই আক্রান্তদের দুর্গাপুরের সনোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।