30.2 C
Durgapur
Monday, June 14, 2021

বিরল প্রজাতির একটি সাপ (rare species of snakes) উদ্ধার হল জলপাইগুড়ি‌তে

বিরল প্রজাতির একটি সাপ (rare species of snakes) উদ্ধার হল জলপাইগুড়ি‌তে

জলপাইগুড়ি‌: বিরল প্রজাতির একটি সাপ (rare species of snakes) উদ্ধার হল জলপাইগুড়ি‌তে। শহরের শিরিষতলা সংলগ্ন বিলপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় সাপটি। কোরাল রেড কুকরি নামে এই সাপটি স্থানীয় বাসিন্দা মুস্কান দেবনাথের বাড়ি থেকে উদ্ধার করে‌ন পরিবেশপ্রেমিরা। লাল ও কমলা রং মিশ্রিত এই সাপটি খুবই বিরল প্রজাতির। তবে জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু এলাকা থেকে এর আগেও এই সাপ উদ্ধার হয়েছে। পরিবেশপ্রেমি দেবার্ঘ‍্য রক্ষিত জানান, এই সাপটি খুবই শান্ত ও নির্বিষ। জানা গেছে ১৯৩৬ সালে প্রথম এই সাপটি আবিষ্কার হয় ভারতের উত্তর‌প্রদেশ এলাকায়। সম্প্রতি উত্তরবঙ্গে‌র জলপাইগুড়ি ও কোচবিহার জেলার কয়েকটি জায়গায় এই সাপের দেখা মিলেছে। উদ্ধার হ‌ওয়া সাপটি বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন পরিবেশপ্রেমিরা।

এই মুহূর্তে

x