28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

বকেয়া কমিশন,বীমা সহ একাধিক দাবিতে প্রশাসনের দ্বারস্থ রেশন ডিলাররা

মনোজিৎ গোস্বামী , কাঁকসা: ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ২০ দফা দাবিতে (Multiple Demands) কাঁকসার বিডিও এবং কাঁকসা ব্লক খাদ্য পরিদর্শক ও খাদ্য সরবরাহ অফিসে ডেপুটেশন দিলো কাঁকসা ব্লকের রেশন ডিলাররা।

সোমবার কাঁকসা ব্লক অফিসের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখান রেশন ডিলাররা । বিক্ষোভ শেষে কাঁকসার বিডিও ও কাঁকসা ব্লক খাদ্য পরিদর্শকের দপ্তরে ডেপুটেশন দেন।

রেশন ডিলাররা জানিয়েছেন , করোনা আবহে ডাক্তার, নার্স,পুলিশ কর্মীরাও যেমন করোনা যোদ্ধা তেমন রেশন ডিলাররাও একই ভাবে করোনা আবহে দিনের পর দিন পরিষেবা দিয়ে চলেছেন গ্রাহকদের । যেখানে নিত্য দিন বহু মানুষের আনাগোনা ।

এই অবস্থায় আতঙ্কের মধ্যে তারাও নিত্যদিন পরিষেবা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অন্যান্যদের যেমন করোনা আবহে কাজ করার জন্য বীমা সহ আনুষাঙ্গিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেই তুলনায় রেশন ডিলাররা কিছুই পাচ্ছেন না । তার উপর তাদের কমিশনও বকেয়া রয়েছে । তাই দ্রুত বকেয়া কমিশন, বীমা সহ অন্যান্য পরিষেবার দাবি (Multiple Demands) জানিয়ে এদিন কাঁকসা বিডিওর দ্বারস্থ হন রেশন ডিলাররা ।

এই মুহূর্তে

x