ডিজিটাল ডেস্ক, জেলার খবর: স্বস্তি যেন চিরস্থায়ী হচ্ছে না ভারতের । কয়েকদিন আক্রান্তের সংখ্যা কিছুটা কম হলেও ফের এক ধাক্কায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ ছড়ালো দেশে । বুধবার একদিনে করোনা (Covid-19) আক্রান্ত হলেন প্রায় ৬৭ হাজার ।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা (Covid-19) আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। মৃত্যু হয়েছে ৯৪২ জনের । নতুন করে ৬৬ হাজার ৯৯৯ জন আক্রান্ত হওয়ায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লক্ষ ৯৬ হাজার ৬৩৮ জন । এর মধ্যে সক্রিয় করোনা (Covid-19) রোগীর সংখ্যা ৬ লক্ষ ৫৩ হাজার ৬২২ জন । সুস্থ হয়ে উঠেছেন ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮২ জন। মোট মৃতের সংখ্যা ৪৭ হাজার ৩৩ জন। ।
আনলক থ্ৰী পর্বে দেশ জুড়ে যে গতিতে সংক্রমণ ছড়াচ্ছে তা আমেরিকা ও ব্রাজিলের চেয়েও বেশি । অর্থাৎ, গত এক সপ্তাহ ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের থেকেও বেশি করোনা আক্রান্ত ধরা পড়েছে ভারতে। যা যথেষ্ট উদ্বেগের। তবে বর্তমানে দেশে উল্লেখযোগ্য হরে বেড়েছে করোনা (Covid-19) পরীক্ষাও। গত ২৪ ঘন্টায় ৮ লক্ষ ৩০ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে ।