27.5 C
Durgapur
Monday, August 2, 2021

সোনামুখী থানার শুকাশোল গ্রাম থেকে উদ্ধার বিশালাকার ময়াল সাপ (python snake)এলাকায় চাঞ্চল্য

সোনামুখী থানার শুকাশোল গ্রাম থেকে উদ্ধার বিশালাকার ময়াল সাপ (python snake) এলাকায় চাঞ্চল্য

নরেশ ভকত, বাঁকুড়াঃ এবার একটি বিশালাকার ময়াল সাপ (python snake) উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার শুকাশোল গ্রামে ।

বনদপ্তর সূত্রে জানতে পারা যায় , শুকাশোল গ্রামের ধান জমির পাশে একটি পুকুর পাড় থেকে ময়াল সাপটিকে উদ্ধার করা হয় । স্থানীয় বাসিন্দারা প্রথম দেখতে পেয়ে সোনামুখী বনদপ্তরে খবর দেয় খবর পেয়ে সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী সহ অন্যান্য বন কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান এবং ময়াল সাপটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে আসেন ও প্রাথমিক চিকিৎসার পর পুনরায় সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ।

সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী জানান , দীর্ঘ পাঁচ ফুট লম্বা ময়াল সাপটি । অতিবৃষ্টির কারণে লোকালয়ে চলে আসে তবে শারীরিকভাবে সুস্থ রয়েছে সাপটি । প্রাথমিক চিকিৎসার পর আমরা সোনামুখীর গভীর জঙ্গলে সাপটিকে ছেড়ে দিই ।

এই মুহূর্তে

x