মনোজিৎ গোস্বামী, কাঁকসা: প্রায় দু’বছর ধরে কাঁকসার (Kanksa) বেলডাঙ্গা গ্রামে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ । ফলে সমস্যায় পড়ছেন ওই গ্রামে ১০০ দিনের কাজের সাথে যুক্ত থাকা মানুষজন।
একে দীর্ঘ প্রায় দুবছর ধরে কাজ নেই, তার উপর করোনা আবহে সাপ্তাহিক লকডাউন। এলাকার একাধিক কলকারখানাগুলিতেও কাজ না থাকায় বর্তমান পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন বেলডাঙ্গা গ্রামের বাসিন্দারা।
যদিও লকডাউনের সময় দিন আনা দিন খাওয়া এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে প্রশাসনের তরফে ১০০ দিনের কাজ আরও অতিরিক্ত পরিমাণে করার কথা বলা হলেও তা কার্যকর হয় নি বেলডাঙ্গা গ্রামেও।
ফলে আর্থিক অনটন দেখা দিয়েছে অনেক পরিবারে । অবশেষে এলাকায় ১০০ দিনের কাজের দাবিতে কাঁকসার বিডিওর (BDO) দ্বারস্থ হলেন কাঁকসার বেলডাঙা গ্রামের মানুষ । কাঁকসার বিডিও বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ১০০ দিনের কাজ চালুর আশ্বাস দিয়েছেন।