33.7 C
Durgapur
Monday, June 14, 2021

ভাইফোঁটার আনন্দে সামিল বৃদ্ধাশ্রমের আবাসিকরাও

সোমনাথ মুখার্জি, অন্ডাল: পরিবার পরিজন ছেড়ে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে (Old Age Home) বাস করার যন্ত্রনা যে কতটা, সেই যন্ত্রণা একমাত্র তারাই জানেন যারা এখানকার আবাসিক। মানুষ তার জীবনে ফেলে আসা স্মৃতিকে মনে করলেই একটা নস্টালজিয়ায় চলে যান। যে সময় সন্তানকে প্রয়োজন হয় বৃদ্ধ মা-বাবার সেই সময় যদি তাদের দিন কাটে বৃদ্ধশ্রমে (Old Age Home) , তাহলে সেটা অতীব যন্ত্রণার। বিশেষ করে উৎসবের দিনগুলিতে তো বটেই ।

কেউ স্বেচ্ছায়, কেউ বা পরিস্থিতির কারনে আজ বৃদ্ধাশ্রমে (Old Age Home) দিন কাটাচ্ছেন। অন্ডালের খাঁদরার “উদবর্তন” বৃদ্ধাশ্রমে তেমনি রয়েছেন ২০ জন আবাসিক । প্রত্যেক বছরের ন্যায় এবারও আবাসিকদের জন্য ভাইফোঁটার আয়োজন করেন আবাসনের কর্মকর্তারা ।

আজকের আনন্দের দিনে আবাসনের কর্মকর্তাদের ভাই রূপে পেয়ে স্বাভাবিক ভাবেই আনন্দিত বৃদ্ধাশ্রমের আবাসিক মহিলারা । বৃদ্ধাশ্রমের এক কর্মকর্তা অনুপ কুমার সিনহা জানান, প্রত্যেক উৎসব-অনুষ্ঠানের মত ভাইফোঁটার দিনেও আবাসিকদের আনন্দ দিতে এই অনুষ্ঠান করেছেন তারা। আবাসিকদের সাথে সাথে আনন্দ উপভোগ করেন তারাও ।

এই মুহূর্তে

x