30.2 C
Durgapur
Monday, June 14, 2021

মনোনয়ন পত্র তোলার জন্য রিটার্নিং অফিসারের দফতরে

জঙ্গল মহল এর তিনটি বিধানসভা আসনের মনোনয়ন পত্র তোলার জন্য রিটার্নিং অফিসারের দফতরে

নরেশ ভকত, বাঁকুড়াঃ জঙ্গল মহল এর তিনটি বিধানসভা আসনের মধ্যে রানীবাঁধ (সংরক্ষিত) ও তালডাংরা সাধারণ কেন্দ্রের জন্য মনোনয়ন পত্রের জন্য মিছিল সহযোগে হাঁটলেন দুই প্রাক্তন বিধায়ক। শ্রীমতী দেবলীনা হেমব্রম ও মনোরঞ্জন পাত্র দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে খাতড়া মহকুমা প্রশাসনিক ভবনে আসেন। আজ তাঁরা মনোনয়ন পত্র তোলার জন্য রিটার্নিং অফিসারের দফতরে যান । তালডংরা ,রানীবাঁধ কেন্দ্রর জন্য দুই অভিজ্ঞ প্রাক্তনী কে মনোনীত করলেও রাইপুর (সং) আসনে এখনো কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয় নি । মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে কোন অশান্তি র খবর মেলেনি ।

nomination papers1

এই মুহূর্তে

x