শুভময় পাত্র, বীরভূম: বীরভূমের ইলামবাজারে পথ দুর্ঘটনা (Accident)। শ্রমিক বোঝাই গাড়িতে ধাক্কা ডাম্পারের। দুর্ঘটনায় (Accident) আহত হয়েছে ২৫ জন শ্রমিক ।
রবিবার রাতে ইলামবাজার থেকে বোলপুরের দিকে আসার পথে ইলামবাজার জঙ্গলের মধ্যে এক শ্রমিক বোঝাই ছোটহাতি গাড়ির পিছন দিকে ধাক্কা মারে ডাম্পার । ডাম্পারের ধাক্কায় পাল্টি খেয়ে যায় শ্রমিক বোঝাই গাড়িটি।
ঘটনার জেরে গাড়ির মধ্যে থাকা ২৫ জন শ্রমিক গুরুতর আহত হয়। ইলামবাজার থানার পুলিশের সহযোগিতায় ১৫ জনকে নিয়ে আসা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। বাকি ১০ জনকে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় । বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা ১৫ জনের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক । তাদের মধ্যে ৩ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ।