নিজস্ব সংবাদদাতা , কাঁকসা: কাঁকসার বিরুডিহায় সড়ক দুর্ঘটনা (Accident) , মৃত্যু হল ২ জনের। সোমবার বিকালে দুর্গাপুরগামী একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা জলের ট্যাংকারে ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনা।
দুর্ঘটনার (Accident)জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু জনের। আহত হয় জলের ট্যাংকারের চালক সহ ছোট গাড়িতে থাকা একজন । দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ অকুস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার (Accident) জেরে দীর্ঘক্ষণ দু নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।