29 C
Durgapur
Monday, August 2, 2021

জলপাইগুড়ি জাতীয় সড়কের গোসালা মোরে চলছে পথ অবরোধ(Road blockade)

জলপাইগুড়ি জাতীয় সড়কের গোসালা মোরে চলছে পথ অবরোধ(Road blockade)

জলপাইগুড়ি:: অভিযোগ পুলিশের হয়রানি। জলপাইগুড়ি জাতীয় সড়কের গোসালা মোরে চলছে পথ অবরোধ(Road blockade)। অবরোধের ফলে বহু গাড়ি আটকে পড়ে। বেশকয়েকটি আম বোঝাই গাড়ি গতকাল রাতে শিলিগুড়ি থেকে বারোবিসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ।মালিক এবং চালকদের অভিযোগ রাতে গাড়ি কাগজ নিয়ে তাদেরকে সারারাত বসেয়ে রাখে গোশালা মরে। সাতসকালে গাড়ির কাগজ দিলেও তাদের হয়রানির শিকার হতে হয়। আম নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। প্রায়সই পুলিশের হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ চালক ও মালিকদের। কয়েক লক্ষ টাকার মাল নষ্ট হয়েছে বলে তাদের বক্তব্য।

এই মুহূর্তে

x