33.7 C
Durgapur
Monday, June 14, 2021

বিজেপি (BJP) প্রার্থীর সমর্থনে রোড শো মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)

বিজেপি (BJP)প্রার্থীর সমর্থনে রোড শো মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)

নরেশ ভকত, বাঁকুড়াঃ প্রথম দফার নির্বাচনে প্রচারের আজ শেষ দিন। শেষ প্রচারে মিঠুন (Mithun Chakraborty) ঝড় বাঁকুড়ার শালতোড়া বাজারে। বাঁকুড়ার শালতোড়া বিধানসভার বিজেপি(BJP) প্রার্থী চন্দনা বাউরীর সমর্থনে শেষ প্রচারে রোড শো তে অংশ নিলেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। এদিন শালতোড়া সেন্টিনারি কলেজ হেলিপ্যাড এসে পৌঁছায় মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার। এরপর শালতোড়া সেন্টিনারি কলেজ হেলিপ্যাড থেকে হুডখোলা গাড়িতে চেপে রোড শো এর অংশ নেন বিশিষ্ট অভিনেতা। হেলিকপ্টা নেমেই কলেজ গ্রাউন্ড থেকে রোড শো করেন শালতোড়া বাজার ঘুরে শালতোড়া বিডিও (BDO)অফিসের কাছে শেষ হয় দেড় কিলোমিটারের রোড শো। এরপর মিঠুন চক্রবর্তী হেলিকপ্টারে করে তিনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। এই রোড শো ঘিরে বিজেপি(BJP) কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিশিষ্ট এই অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে উৎসাহী মানুষজন আজ ভিড় জমিয়েছিলেন শালতোড়া বাজার এলাকায়।

Mithun Chakraborty

এই মুহূর্তে

x