29 C
Durgapur
Monday, August 2, 2021

নির্মীয়মান অডিটোরিয়ামের (auditorium) কাজ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন

নির্মীয়মান অডিটোরিয়ামের (auditorium) কাজ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন

জলপাইগুড়ি: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে মাল শহরে নির্মীয়মান অডিটোরিয়ামের (auditorium) কাজ পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ ও জলপথ বিভাগের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার সাবিনা ইয়াসমিন এবং রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন বিভাগের মন্ত্রী বুলু চিক বড়াইক এবং অন্যান্য আধিকারিকেরা এই পরিদর্শন করেন। সাবিনা ইয়াসমিন বলেন বর্তমানে আমাদের দপ্তরের মাধ্যমে চালু থাকা কাজগুলি পরিদর্শন করছি। স্থানীয় স্তরে উঠে আসা বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্যের মন্ত্রীদের পাশাপাশি মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্রর গুপ্তা , মালের মহকুমা শাসক শান্তনু বালা, মালের বিডিও শুভজিৎ দাসগুপ্ত সহ অন্যান্যরা।

এই মুহূর্তে

x