28 C
Durgapur
Friday, May 7, 2021

‘নিউ নর্মাল’-এ মা দুর্গার মুখেও এবার মাস্ক !

নিজস্ব প্রতিনিধি , বীরভূম: করোনা আবহে পুজো , তাই সতর্কতাই একমাত্র লক্ষ্য। সেই ভাবনাকে সঙ্গে নিয়ে এবছর দুর্গাপুজোর আয়োজন করেছে সাঁইথিয়া (Sainthia) জয়তু সুভাষ গোষ্ঠী

জয়তু সুভাষ গোষ্ঠী সর্বজনীন দুর্গোৎসব এবছর ৩৩ তম বর্ষে পদার্পন করল। মহামারী কালে তাদের থিম “এসো আমরা শপথ করি করোনামুক্ত বাংলা গড়ি “। পুজোর বাজেট ৩ লক্ষ টাকা । এই পুজো সাঁইথিয়ার (Sainthia) বিধায়ক লীলাবতী সাহার পুজো হিসেবেই পরিচিত।

‘নিউ নর্মাল’-এ সকলকে সচেতন করতে এবছর রুপোর মাস্কে মুখ ঢেকেছে জয়তু সুভাষ গোষ্ঠীর প্রতিমা। মায়ের সাথে ছেলে মেয়েদের মুখেও দেখা যাবে রুপোর মাস্ক। বর্তমান পরিস্থিতিতে মাস্ক পড়া জরুরি সত্ত্বেও অনেকেই এখনো উদাসীন। দেবীর মুখে মাস্ক দেখে যদি তাঁদের হুঁশ ফেরে , কোথাও সেই সচেতনতার বার্তা দিতে উদ্যোক্তাদের এমন সিদ্ধান্ত।

পুজোর আড়ম্বরের পাশাপাশি সচেতনতার দিকেও বিশেষ নজর দিয়েছেন উদ্যোক্তারা । প্রশাসনের পুজো গাইডলাইন মেনে মাস্ক ,স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে।

এই মুহূর্তে

x