উদয় সিং, আসানসোল: পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল এক বাইক আরোহীর । দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর এসবিআই ব্যাংকের সামনে । প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাককে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি (Road Accident) ঘটে । নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ট্রাকে ধাক্কা মারলে ট্রাকের চাকায় চাপা পরে যান বাইক আরোহী ।
রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইক আরোহীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানা গেছে, মৃত ব্যক্তির নাম, প্রদ্যুৎ মজুমদার। রুপনারায়ণপুরের রূপনগরের বাসিন্দা প্রদ্যুৎবাবু পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।