ডিজিটাল ডেস্ক, জেলার খবর: যাত্রী সুবিধার্থে নয়া উদ্যোগ নিল এসবিএসটিসি (SBSTC) । ট্রেন যাত্রীদের মতো এবার থেকে একমাস আগে টিকিট কেটে আসন সংরক্ষণের সুবিধা পাবেন বাসযাত্রীরাও। যাত্রীদের সেই পরিষেবা দিতেই রবিবার দুর্গাপুর বাস টার্মিনালে এসবিএসটিসি (SBSTC) কিয়স্কের উদ্বোধন করলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরী । এই কিয়স্ক থেকেই যাত্রীরা অগ্রিম টিকিট কেটে আসন সংরক্ষণ করতে পারবেন ।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই এসবিএসটিসি(SBSTC)-র পরিষেবাকে আরো উন্নতমানের করে তোলার কথা বলেছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী । সংস্থার নয়া এই উদ্যোগ তারই প্রথম পদক্ষেপ । সংস্থার চেয়ারম্যান জানান, রাজ্যে মোট ৩৪ টি জায়গায় এই ধরনের ইনফরমেশন কিয়স্ক তৈরী করবে এসবিএসটিসি। যার এক একটি নির্মাণে খরচ হয়েছে দেড় লক্ষ টাকা । দুর্গাপুর ছাড়াও এই ধরনের কিয়স্ক ইতিমধ্যে হলদিয়া, ডানকুনি, ডানলপ, কোলাঘাট, কাঁকসা, দার্জিলিং মোড়, লালগোলা ও আসানসোলে তৈরি হয়ে গিয়েছে । এই কিয়স্ক থেকে যাত্রীরা টিকিট কাটার পাশাপাশি যাত্রা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও অনুসন্ধান করতে পারবেন।
করোনা পরিস্থিতিতে বর্তমানে বন্ধ রয়েছে লোকাল, প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা । সেক্ষেত্রে আন্তঃজেলা যাতায়াতের জন্য এখন একমাত্র ভরসা সরকারি এই বাস পরিষেবা । কিন্তু বাসের উপর চাপ বাড়ায় যাত্রীদের ভিড়ও বাড়ছে । করোনা আবহে যা খানিকটা সমস্যাজনক। নয়া এই পরিষেবা চালুর ফলে একমাস আগে টিকিট কেটে আসন সংরক্ষণ করা থাকলে বাসগুলিতে অতিরিক্ত ভিড় এড়ানো যাবে অনেকটাই । অন্যদিকে নিশ্চিন্তে গন্তব্য পৌঁছতে পারবেন যাত্রীরাও ।