29 C
Durgapur
Monday, August 2, 2021

করলা নদীর (Karala river)জলে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি

করলা নদীর (Karala river)জলে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি

জলপাইগুড়ি:: করলা নদীর(Karala river) জলে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি। নদী গ্রাস করেছে কয়েকটি দোকান ঘরকেও। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের লোটা দেবি মন্দির লাগোয়া করলা পাড়ের বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন । অবিলম্বে নদী বাঁধ দেওয়ার দাবিতে সরব হয়েছেন ভুক্তভোগীরা। নদীর জল ঢুকে পড়ায় আশ্রয়ের খোঁজ করতে হচ্ছে বলে জানান তাঁরা । নদীতে তলিয়ে গেছে কৃষি জমিও।

এই মুহূর্তে

x