28 C
Durgapur
Sunday, June 20, 2021

অফিসের অন-কলেই দেদার যৌনতায় মত্ত যুগল! কি হল তারপর ?

ডিজিটাল ডেস্ক, জেলার খবর : নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ‘প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’, এর জ্বলন্ত উদাহরণ মিলল ব্রাজিলে। বিশ্ব মহামারী করোনা কালে প্রায় সব অফিসই ‘ওয়ার্ক ফ্রম হোম‘(Office ON-Call) এর সুবিধা চালু করেছে। অফিসের সমস্ত কাজ ই এখন একপ্রকার বাড়ি থেকে করতে হচ্ছে চাকুরিজীবীদেরকে। আর এর যেমন ভালো দিক আছে ঠিক তেমনি উল্টো দিকও আছে এর। যেমন? অফিস-বাড়ি মিলেমিশে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে। কাজের মিটিংয়ের ফাঁকেই (Office ON-Call) কেউ হয়তো রান্না সারতে গিয়ে বিপত্তি বাঁধাচ্ছেন, কেউ তুমুল আলাপ-আলোচনার মাঝে দিব্যি নাক ডেকে সুখনিদ্রায় ডুবে যাচ্ছেন। কেউ আবার বাড়ির পোশাকে কিংবা অর্ধনগ্ন অবস্থাতেই অফিসের কাজ সারতে জুম কলে (Office ON-Call) বসে পড়ছেন। এবার জুম কলে প্রশাসনিক বৈঠক সারতে গিয়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি করে বসলেন ব্রাজিলের এক দম্পতি। বৈঠক শেষ হয়ে গিয়েছে ভেবে ল্যাপটপের ক্যামেরা এবং অডিও অন রেখেই সঙ্গমে মাতলেন দু’জন।

জানা গিয়েছে, ব্রাজিলের রিও দি জেনেইরোর সিটি কাউন্সিলের বৈঠক জুম কলে হচ্ছিল। কনফারেন্স কলে অনেকেই উপস্থিত ছিলেন। করোনা সংকটের আবহে কীভাবে এলাকার স্কুল পড়ুয়াদের খাদ্যসুরক্ষার ব্যবস্থা করা যায় তা নিয়ে আলোচনা চলছিল। আলোচনায় অংশ নেন ওই দম্পতি। বৈঠকের মাঝে জুম কল থেকে হয়তো বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তা হয়নি। সেটা আর খেয়াল করেননি ওই যুগল। ক্যামেরা অফ আছে ভেবেই শরীরীখেলায় মাতেন দু’জনে। কিছুক্ষণ পরে বাকিদের চোখে বিষয়টি পড়তেই টেকনিক্যাল টিমকে তাঁদের ল্যাপটপের অডিও এবং ভিডিও অফ করে দিতে বলা হয়। দম্পতির পরিচয় জানা যায়নি। তবে এই ঘটনার পর কাউন্সিলের সদস্যদের আরও সতর্ক থাকতে বলা হয়েছে।

এই মুহূর্তে

x