31.3 C
Durgapur
Sunday, June 13, 2021

করোনার(corona) দ্বিতীয় ঢেউ এ প্রশাসনের পাশে দাঁড়ালো শালতোড়া স্টোন ক্রেশার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

করোনার(corona) দ্বিতীয় ঢেউ এ প্রশাসনের পাশে দাঁড়ালো শালতোড়া স্টোন ক্রেশার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

নরেশ ভকত, বাঁকুড়াঃ করোনার(corona) দ্বিতীয় ঢেউ এ বেসামাল অবস্থা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও ক্রমবর্ধমান। এই অবস্থায় একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে প্রশাসনের পাশে দাঁড়ালো শালতোড়া স্টোন ক্রেশার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে একটি অ্যাম্বুল্যান্স, ২০ টি অক্সিজেন সিলিণ্ডার, বেশ কিছু অক্সিমিটার সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে করোনা আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধপত্র যোগান দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

Shaltora Stone Crusher Welfare Association stood by the administration in the second wave of Corona

    শালতোড়া বাজারে স্টোন ক্রেশার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও মানস মাজি, ওসি কৌশিক হাজরা, বিএমওএইট ডাঃ অনিকেত বিশ্বাস সহ ঐ সংগঠনের সভাপতি কাজল মিশ্র, সম্পাদক নাড়ুগোপাল মণ্ডল, সদস্য সন্তোষ মণ্ডল প্রমুখ।

এই মুহূর্তে

x