27.4 C
Durgapur
Monday, June 21, 2021

করোনা বিধি মেনে পালিত হল মানকরের শিবতলার লক্ষ্মীপুজো

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনা আবহে সমস্ত নিয়ম বিধি মেনেই মা লক্ষ্মীর আরাধনা (Laxmi puja) শুরু করলেন বুদবুদের মানকরের শিবতলার বাসিন্দারা। গত ২০ বছর ধরে এই লক্ষ্মীপুজো হয়ে আসছে এলাকায়।

তবে এবছর করোনার জন্য পুজোর উদযাপনে কিছুটা বদল এসেছে। সমস্ত অনুষ্ঠান বাতিল করে নিয়মরক্ষার পুজোর (Laxmi puja) আয়োজন করেছেন উদ্যোক্তারা।

উদ্যোক্তারা জানান, তাদের পুজো এবার ২০ বছরে পদার্পন করেছে। একটা সময় ধুমধাম সহকারে এই পুজোর আয়োজন করা হতো। নানান অনুষ্ঠানও হতো পুজো উপলক্ষে। তবে এবার করোনার জন্য সমস্ত কিছু বাতিল করা হয়েছে। এবছর সামাজিক দূরত্ব মেনে পুজোর (Laxmi puja) আয়োজন করেছেন উদ্যোক্তারা সেই সঙ্গে মণ্ডপে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছেন।

এই মুহূর্তে

x