26.8 C
Durgapur
Monday, June 21, 2021

গনেশ বন্দনায় সম্প্রীতির নজির কুলটিতে

উদয় সিং, আসানসোল: গনেশ বন্দনায় সম্প্রীতির নিদর্শন দেখা গেল কুলটিতে (Kulti) । কুলটি থানার সীতারামপুরের বিশ্বকর্মানগরে আয়োজন করা হয়েছিল গনেশ পুজার । ধুমধাম করে এই ক’দিন পুজোয় অংশ নেয় এলাকার আলি সাগর ,বিকাশ প্রশাদ , মহম্মদ সহবুদ্দিন, বিশাল সিং, আরিফ খান, গৌতম বিশ্বাসরা ।

বিসর্জনের দিনেও দেখা গেল দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির সেই নজির । সোমবার সিদ্ধিদাতার মূর্তি বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিলেন হিন্দু-মুসলিম ভাইয়েরা ।

বিশ্বকর্মানগরে গনেশ পুজোর ওই মণ্ডপের পাশেই আছে মাজার । আর সেখান থেকে বেরিয়ে গনেশ বিসর্জনের কাজে হিন্দু ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে মুসলিম ভাইয়েরা । সবার মুখে গণপতি বাপ্পার জয়ধ্বনি । সিদ্ধিদাতার আরাধনার সম্প্রীতির এই ছবি এখন নজির সৃষ্টি করেছে কুলটির (Kulti) বিশ্বকর্মানগরে।

এই মুহূর্তে

x