33 C
Durgapur
Saturday, April 17, 2021

স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায় , রাখা হয়েছে পর্যবেক্ষণে

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শারীরিক অবস্থার অবনতি। করোনা আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতলে ভর্তি রয়েছেন তিনি। এতদিন কেবিনে থাকলেও শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইটিইউতে স্থানান্তরিত করা হয় ৷

হাসপাতাল সূত্রে খবর , রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শ্বাস নিতে সমস্যা হচ্ছিল অভিনেতার।

তবে শনিবার সকালে আগের থেকে তিনি ভালো আছেন বলে হাসপাতাল সূত্রে খবর । তবে চিকিৎসকরা জানাচ্ছেন ‘রক্তচাপ ওঠানামা করছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) । প্রবীণ অভিনেতার করোনা ছাড়াও ক্যান্সার-প্রেশার-সুগার-সিওপিডি-র মতো একাধিক কো-মর্বিডিটি রয়েছে ৷ তাই আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে ৷ তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে ।

ইতিমধ্যেই ফোন করে সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এই মুহূর্তে

x