30 C
Durgapur
Friday, April 16, 2021

গায়ক এস পি বালাসুব্রহ্মনিয়মের শারীরিক অবস্থার অবনতি

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনা আক্রান্ত গায়ক এস পি বালাসুব্রহ্মনিয়মের (SP Balasubrahmanyam) শারীরিক অবস্থার অবনতি । আইসিইউতে স্থানান্তর করা হয়েছে তাঁকে। গত ৫ অগাস্ট করোনার উপসর্গ নিয়ে চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে সেখানেই চিকিৎসা চলছে তাঁর ।

বর্ষীয়ান এই গায়কের শরীরে করোনার উপসর্গ ক্ষীণ থাকায় তাঁকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা । কিন্তু তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তার স্বার্থে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন । হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজেই ভিডিও বার্তায় অনুরাগীদের নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দেন জনপ্রিয় এই গায়ক। সেই সঙ্গে এও জানান, কেউ যেন বিচলিত না হন। তিনি সুস্থ আছেন ।

এতদিন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ১৩ তারিখ মধ্যরাত থেকে শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে গায়কের (SP Balasubrahmanyam) । সেই কারনে আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষনে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে এস পি বালাসুব্রহ্মনিয়মকে (SP Balasubrahmanyam)।

এই মুহূর্তে

x